বাংলাদেশ একটি স্বল্প
আয়তন এর দেশ হলেও এখানে বিচিত্র প্রজাতির অসংখ্য প্রাণীর বসবাস ছিল । ছিল বলছি এই
কারনে যে এখন এই দেশে বিগত ২০ বছরে যে পরিমান প্রাণী দ্যাখা যেত তার বেশির ভাগই
এখন এর দ্যাখা যায়না। আমাদের সেই সকল প্রাণী আর এই ধরিত্রী তে ফিরিয়ে আনা সম্ভব পর
নয়।তবে যা এখন পর্যন্ত অবশিষ্ট রয়েছে তা রক্ষা করার চেষ্টা এখনি করা উচিত না হলে
নতুন প্রজন্ম আমাদের প্রাণী বৈচিত্র্য সম্পর্কে কিছুই জানতে পারবেনা।আর প্রাণী
ছারা প্রকৃতির ভারসাম্য ধরে রাখা সম্ভব পর নয়। আমরা ব্লগে প্রাণীদের সম্পর্কে লিখে
প্রাণীদের রক্ষা করতে কখনোই পারবোনা তবু বাংলাদেশের প্রাণীদের সম্পর্কে সকলকে হয়তো
কিছু জানাতে পারবো তাতে কোরে প্রাণীদের সম্পর্কে যদি আমাদের দেশের মানুষ একটু
সচেতন হয় তাহলেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা সফল হবে। আসুন সবাই প্রাণীদের ভালো
বাসি ও তাদের সংরক্ষণে এগিয়ে আসি।
রবিবার, ১৪ অক্টোবর, ২০১২
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন