#ContactForm1 { display: none ! important; }

রবিবার, ৪ মার্চ, ২০১২

LEMUR(লজ্জাবতী বানর)


                                        লজ্জাবতী বানরঃ


বাংলাদেশের একটি পরিচিত প্রানির মধ্যে বানর প্রধান । বানর দেখলেই মানুষএর মনে যে বিষয় টি বেশী নাড়া দেয় তা হোল দুষ্টুমি, বানর সাধারনত এডাল থেকেঐ ডাল লতা পাতা ইত্যাদির উপর নাচা নাচি করে।  তবে এই বিষয় গুলো ছাড়াও এক ধরনের শান্ত বানর আছে যা আমাদের কল্পনার বাইরে।
বানর টির নাম হচ্ছে লজ্জাবতী বানর বা লেমুর। সাধারনত এই বানর মানুষ কে দেখলেই মুখ লুকায়। লজ্জাবতী বানর অন্য বানর এর চেয়ে আকারে ছোট,মুখের আকৃতি কিছুটা খাক্সিয়াল এর মত, চোখ বড় বড় গোল দেখতে কিছুটা প্যাঁচার মত।
এরা প্রয়োজন চোখের একার কিছুটা বড় ছোট করতে পারে চোখের চারপাশে কাল গোলাকার দাগ থাকে লজ্জাবতী বানরের দেহ ধুসর ছাই রঙের লোমে ঢাকা থাকে । এদের লেজথাকলেও অন্য সব বানরের মত এরা লেজ কে ব্যবহার করতে পারে না। এদের পেছনের পা তুলনা মুলক বড় হবার কারনে এরা মানুষের মত দৌড়াতে পারে। এরা সাধারনত লাফিয়া লাফিয়া দউরায়।
লজ্জাবতী বানর সাধারনত লতা পাতা ,ফল মুল,কীট পতঙ্গ, পাখির ডিম মাঝে মাঝে কিছু পাখিও ধরে খায়। এরা কলা খেতে খুব পছন্দ করে।এরা নিশাচর প্রাণী,দিনের বেলাতে গভীর বনে ঘুমায় রাতে খাবারের খোজে বের হয়। গভীর বনে বাস করে ও রাতে চলাচল করে বলে এদের সহজে চোখে পরেনা। বাংলাদেশের বিভিন্ন বন ছাড়াও এশীয়ার ও আফ্রিকার গহীন বনে এদের দেখাযায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন