শজারু নিশাচর প্রাণী । শক্ত নখের সাহায্যে এরা গাছে উথতে পারে , এরা নিরামিষ ভোজী,গাছের কচি পাতা ,বাকল , শস্য দানা ,ফলমূল ইত্যাদি এদের প্রিয় খাবার ।
শজারু মাটির গভীরে গর্ত করে বাসা তৈরি করে বসবাস করে এদের জীবনধারণ কিছুটা ইঁদুর প্রজাতির মতন । সারাদিন গর্তে থাকে এবং সন্ধ্যা নেমে এলে এরা খাবার সংগ্রহ করার জন্য গর্তের বাইরে বেরহয়ে আসে , এ জন্য সচর আচর দিনের আলোতে এদের দেখা যায়না । আমাদের চারপাশে অনেক পরিচিত প্রাণী রয়েছে তার মধ্যে একটি অতি পরিচিত প্রাণী হচ্ছে শজারু।
শজারু এক সময় বাংলাদেশের প্রায় সব যায়গাতেই দ্যাখাযেতো তবে বনের সংখ্যা কমে যাবার কারনে এই প্রাণীটি ও বিলুপ্ত প্রজাতির মধ্যে রয়েছে।
শজারুর দৈর্ঘ্য প্রায় ৩-৪ ফুট পর্যন্ত হয় । মুখটা শূকরের মত , নাক খুব ধারাল , লেজটা দেহের তুলনাতে কিছুটা ছোট হয় । পুরো দেহটা জুড়ে রয়েছে আসঙ্খ কাঁটা,এই কাঁটা দেখেই একে অন্ন প্রাণী থেকে আলাদা করা যায়।