ROCK PYTHON বাংলাদেশের একটি অতি পরিচিত সাপ। একেবারে ছোট বাচ্চা
থেকে শুরু করে বাংলাদেশের সকল অঞ্চলের মানুষের কাছে এই সাপটি অতি পরিচিত। এই সাপটি
বাংলাদেশে অজগর সাপ নামে পরিচিত । আদর্শ লিপি বইতে “অই অজগর আসছে তেরে”এই ছন্দ টি
পরেই আমরা অজগর সাপের সাথে পরিচিত হই ।
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEieGaD4BwhbO-PgeNJD7X1mz9LYc1UKrhfW_dquWxLe_eXDvWeYi4fv9PkK7uQHKYnBZSH5NRqXXzPOrzWyDMiunmVIQnP0JXytmDygzeMNFntogbKlBc-iE7S0GTW92c-_cg3W-zdUzTBe/s320/rt01.jpg)
অজগর ৫ থেকে ৬ মিটার পর্যন্ত
লম্বা হোয়ে থাকে।এদের ওজন হয় প্রায় ১০০ কেজি। মার্চ থেকে জুন মাস পর্যন্ত এদের ডিম
পারবার সময়। ডিম থেকেই এদের বংশ বৃদ্ধি পায়। অজগর সাপের কোন বিষ নাই।
অজাগর অলস নিশাচর প্রাণী । খরগোশ
, ইঁদুর,হরিন ছানা , ছাগল ছানা এদের প্রিয় খাবার। এরা শিকার কে চেপে ধরে মেরে খায়
।
অজাগরের চামড়া অনেক দামি এই
চামড়ার রয়েছে ব্যাপক চাহিদা। তাই শিকারি ও সাপুড়েরা এদের কে প্রচুর পরিমানে শিকার
করছে তাই এটি বাংলাদেশের একটি বিলুপ্ত প্রজাতির সাপে পরিনত হয়েছে।
আসুন আমরা সকলে অজগর সাপ সংরক্ষণে
সচেষ্ট হই।