THE GOAT ঃ ছাগল
বাংলাদেশের একটি পরিচিত প্রাণীর নাম ছাগল,ছাগল বাংলাদেশের গৃহ পালিত
প্রাণীর মধ্যে অন্যতম।
বিশেষ করে কালো ছাগল বা ব্ল্যাকবেঙ্গল গোট সকলের কাছে অনেক পরিচিত । এই
ছাগল টি আমাদের দেশের প্রকৃতির জন্য খুবই মানানসই এ দেশের দরিদ্র পিরিত
মানুষেরজন্য এই ছাগল টি আশীর্বাদ সরূপ। এই ছাগল বাংলাদেশের প্রতি টি জেলাতেই পাওয়া
যায় দেখতে সুন্দর না হলেও এই ছাগল আমাদের দেশে আমিষের চাহিদা পুরনে গুরুত্বপূর্ণ
ভুমিকা পালন করছে।
ছাগল কাঁচা, ঘাস, লতা, পাতা
,গাছের বাঁকল, গমের ভুষি, চালের কুড়া ইত্যাদি খেয়ে জীবন ধারন করে।
এদের আবাস স্থল খুবই ছোট হলেও চলে।
এদের বিচরণ বা চারণ ভুমির ও তেমন প্রয়োজন হয় না ।
ছাগল ছানা দেখতে খুব সুন্দর লাগে
তাই ছাগল ছানা দেখে অনেকেই কোলে নিয়ে আদর কোরে থাকেন।
ছোট্ট ছাগল ছানা তিড়িং বিরিং কোরে লাফিয়ে থাকে যা দেখতে খুবই ভাল লাগে।
ছাগলের চামড়া খুবই দামি , প্রতি বছর বাংলাদেশ সরকার ছাগলের চামড়া রপ্তানি
কোরে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন কোরে থাকে ।
বাংলাদেশে ব্ল্যাক বেঙ্গল ছাগল ছাড়াও রাম ছাগল নামে আরেকটি ছাগল ও খুব
দ্যাখা যায়।
এশিয়ার সকল অঞ্চলের ছাগল একইরকম হোলেও মেরু ও মরু অঞ্চলের ছাগল একটু ভিন্ন
হয়। মেরু ও মরু অঞ্চলের ছাগলের গায় ঘন লোম থাকে।
বাংলাদেশের মত এই দরিদ্র দেশে ছাগল পালনে সকলের উদ্ভুদ্ধ হওয়া প্রয়োজন।